গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা-আমতলা সড়কে রাস্তায় গাছ ফেলে সড়কে আটকিয়ে অস্ত্রের মুখে দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধির মোটরসাইকেল ছিনতাই করেছে ডাকাতদল। বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাটিকাটা-আমতলি সড়কের মাটিকাটা সরকারী বন বাগান এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানায়, নিজ বাড়ি মাঝুখান এলাকা থেকে তিনি রাত সাড়ে ১০টার দিকে তার কালিয়াকৈর শশুরবাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে মাটিকাটা-আমতলি সড়কের মাটিকাটা সরকারী বন বাগান এলাকায় পৌছলে রাস্তায় একটি গাছ পড়ে থাকতে দেখে তার মোটর সাইকেলের গতি কমানোর সাথে সাথে রাস্তার দুই পাশ থেকে কয়েকজনে এসে তার দিকে লাইট ধরে দ্রুত তাকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল ও তার সাথে থাকা মোবাইলসহ অন্যান্য মালামাল নিয়ে যেতে চাইলে পরে তার সাংবাদিকতার পরিচয় জানতে পেরে ডাকাতদল মোবাইলসহ অন্যান্য মালামাল ফেরত দিয়ে তার হাত পা বেধে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এসময় জাহাঙ্গীর আলম অনেক চেষ্টা করে তার হাত ও পায়ের বাধন খোলে বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষনিক পুলিশ গঠনাস্থলে পৌছে এলাকার বিভিন্ন স্থানে মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালায় কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার মোটরসাইকেলের কোন সন্ধান করতে পারেনি থানা পুলিশ। তবে এ ব্যপারে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, মোটরসাইকেল উদ্ধারের জন্য তাদের চেষ্টা অব্যাহত আছে।