কিছুদিন আগে সাবেক ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন এমএস ধোনি। এবার সেই সহযোগীরা ধোনির বিরুদ্ধে পালটা মানহানির মামলা করলেন।
তাদের অভিযোগ, ধোনি যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করেন সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে। এতে সমস্যায় পড়ে গেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএলের আগে ক্রিকেট ছাড়াও এই সমস্যা নিয়ে মাথা ঘামাতে হবে তাকে।
ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান করেছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তথা আইপিএল খেলে যাচ্ছেন ধোনি।