গত বছর অ্যানিমেল দিয়ে বক্স অফিসে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর। মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার তুঙ্গে ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’। রণবীর কাপুরের পাশাপাশি তৃপ্তি দিমরিও উঠে এসেছিলেন তুমুল আলোচনায়। ‘অ্যানিমেল’-এ রণবীর ও তৃপ্তির রসায়ন দর্শকরা বেশ পছন্দ করেছে।
তবে এই ছবি একদিকে যেমন নারী-বিদ্বেষী তকমা পেয়েছে, তেমনই লাগামছাড়া হিংসা তুলে ধরার জন্যও কটাক্ষের মুখোমুখি হয়েছে। কিন্তু সব কটাক্ষ, বিদ্রূপকে ছাপিয়ে বক্স অফিসে ৯০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমা।
‘অ্যানিমেল’ ছবির সবচেয়ে বিতর্কিত দৃশ্য নিঃসন্দেহে তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের বিছানার দৃশ্য। বিছানায় নায়িকার সঙ্গে রণবীরের মাখামাখি দেখে চোখ কপালে উঠেছে সবার। তৃপ্তির সঙ্গে রণবীরকে এক বিছানায় দেখে কী প্রতিক্রিয়া আলিয়ার?
এমন প্রশ্নের অবাক করা জবাব দিলেন রণবীর।
‘আলিয়া সব জানে। এমনকি, এই দৃশ্যে অভিনয় করার আগে আলিয়া আমাকে অনেক টিপস দিয়েছিল’। দুজনের মধ্যে কোনো কিছুই গোপন থাকে না’ বলেন রণবীর।
তার কথায়, ‘আমার আর আলিয়ার মধ্যে কোনো কিছুই গোপন নেই। আমরা সব বিষয়ে কথা বলি। আলিয়াকে আমি জানিয়েছিলাম, অ্যানিমেমের দৃশ্য নিয়ে আমি খুব টেনশনে রয়েছি। আলিয়াই আমাকে সাহস জুগিয়েছিল।’