জর্ডান-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের আল-তানফ নামে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে একটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। রবিবার (২৮ জানুয়ারি) ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি ইউএস টাওয়ার ২২ সামরিক ফাঁড়িসহ আরও কয়েকটি স্থানে হামলা করার দায় স্বীকার করেছে। রবিবারের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও ২৮ সেনা আহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা ‘রবিবার সিরিয়ার আশ শাদ্দাদি এবং রুকবান ঘাঁটিসহ ফিলিস্তিনের ভুলন নৌ কেন্দ্রে হামলা চালিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘জায়নবাদী ইসরায়েলিদের চালানো হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’।
গোষ্ঠীটি আরও জানিয়েছে, ‘শত্রুদের দুর্গ’ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তারা। এই হামলার জন্য ইরানপন্থি গোষ্ঠীকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জর্ডানের কর্মকর্তারা বলছিলেন, এই হামলার ঘটনাটি জর্ডানের মাটিতে ঘটেনি। এটি আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে সিরিয়ার একটি সীমান্ত এলাকায় ঘটেছিল।