তিন দিনের সফরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের আগমনকে ঘিরে মেহেরপুরে বইছে উৎসবের আমেজ। জনপ্রশাসন মন্ত্রীর আগমন উপলক্ষ্যে দরবেশপুর-মেহেরপুর-মুজিবনগর তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দিপনা সৃষ্টি হয়েছে এবং এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি সড়ক পথে মেহেরপুরে এসে পৌছাবেন। প্রথমে তিনি মেহেরপুর পৌর কবরস্থানে তার বাব-মায়ের কবর জিয়ারত করবেন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও মেহেরপুর শহীদ ডাঃ শামসুজ্জোহা উদ্যানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এসময় দলীয় নেতাকর্মী ও প্রসাশনের বিভিন্ন কর্মকর্তার তাকে সংবর্ধনা জানাবেন।
শুক্রবার সকালে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
শনিবার সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকারের গত মেয়াদে ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন সরকারে এসে তাঁকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।