জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন (এমপি) বলেছেন-৫ বছরে প্রশাসনের ছোটখাট ভুলত্রুটি সংশোধন করে প্রশাসনকে আরও বেশি গতিশীল ও কার্যকর করা হবে। এর মাধ্যমে প্রশাসনকে স্মার্ট বাংলাদেশ গঠনে শতভাগ উপযোগী করে গড়ে তোলা হবে। তিনি বলেন- ৩ বারের সফল প্রধানমন্ত্রী এবার নির্বাচিত হওয়ার পর স্মার্ট বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর।
তাই আগামী ডিসি সম্মেলনে সমস্ত জেলা প্রশাসককে স্ব-স্ব জেলায় আরও গণমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে কঠোর নির্দেশনা দেওয়া হবে। জনগণকে সঠিক সেবা দিতে প্রশাসনের কোন ধরণের শৈথিল্যতাকে প্রশ্রয় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসম্বর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী একথা বলেন। বৈরী আবহাওয়ার মধ্যে মন্ত্রীকে গণসম্বর্ধনা দিতে শহরের শহীদ ডাঃ শামসুজ্জোহা পার্কে মানুষের ঢল নেমেছিল। বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যরা দলবদ্ধ হয়ে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করতে সমাবেশস্থলে সমবেত হন।
পরে-মন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন- প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সকলকে স্বচ্ছ ও বন্ধুত্বপূর্ণ রাজনীতি করে মানুষের আশা আকাঙ্খা পূরণে ভূমিকা রাখতে হবে। এটাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতি।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে এই গণ-সম্বর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত মন্ত্রী মেহেরপুরে অবস্থান করে সরকারী বে-সরকারী পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।