পুনম পাণ্ডে। উল্লেখযোগ্য তেমন কোনও কাজ নেই। ‘এডাল্ট’ অভিনেত্রী হিসেবেই বলিউডে পরিচিতি। নানা বিতর্কে জড়িয়েছেন বিভিন্ন সময়ে। কিন্তু শেষ পর্যন্ত নিজের মৃত্যু নিয়েও সাজালেন নাটক। এক দিনের জন্য গণমাধ্যম থেকে শুরু করে নেট দুনিয়া; সবাইকে বোকা বানিয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) পুনমের ম্যানেজার জানান, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী। মাত্র ৩২ বছর বয়সে তার মৃত্যুর খবরটি শুনে অনেকেই ব্যথিত হয়েছেন। ভারতের প্রায় সমস্ত গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
কিন্তু এক দিন পর আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) ‘মৃত’ পুনম নিজেই আসলেন সামনে। বললেন, ‘আমি বেঁচে আছি!’ শুধু তাই নয়, তার মৃত্যুর খবরটি যে হারে ছড়িয়েছে, তাতে তিনি ‘গর্বিত’ বলেও উল্লেখ করেন।
ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। জরায়ু ক্যানসারে আমি মারা যাইনি। আসলে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের বলতে চাই। জরায়ু ক্যানসার আমাকে আক্রান্ত করেনি; কিন্তু দুঃখজনক ব্যাপার, এটা হাজারো নারীকে শেষ করে দিয়েছে, যারা এই রোগ কীভাবে মোকাবিলা করতে হয়, তা জানেন না।’
পুনমের কথা অনুসারে বোঝা যায়, তিনি জরায়ু ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়াতেই নিজের মৃত্যুর খবর রটিয়েছেন। তবে এই কাণ্ডের জন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন। পুনমের ভাষ্য, ‘আমি দুঃখিত। যাদের আমি দুঃখ দিয়েছি, ক্ষমা চাচ্ছি। আমার উদ্দেশ্য ছিল সবাইকে চমকে দেওয়া; কারণ আমরা আসলে জরায়ু ক্যানসার নিয়ে ঠিকমতো কথা বলছি না।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন পুনম পাণ্ডে। এটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সিনেমা। পরবর্তীতে আরও যেসব কাজ তিনি করেছেন, অধিকাংশই প্রাপ্তবয়স্কদের জন্য।