গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় ৩টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (০৪ ফেব্রুয়ারী) রবিবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি অবৈধ ইট ভাটার কিছু অংশ ভেঙে, ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তবে চিমনী না ভাঙার কারনে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। এছাড়াও জে, আর, বি ও এস, বি স্টারকে ৪ লক্ষ করে ৮ লক্ষ টাকা জরিমানা করা হলেও একই অপরাধে অদৃশ্য কারণে ন্যাশনাল ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমান করায় ক্ষোভ প্রকাশ করেন অপর দু’ই ইট ভাটার মালিক।
এস,বি স্টার ইটভাটার মালিক নাছির উদ্দিন জানান, একই অপরাধে আমাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হলেও অদৃশ্য কারনে পাশের ইটভাটা ন্যাশনাল ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হলো। এটা কি? সঠিক বিচার হলো।
জে,আর, বি ইটভাটার মালিক সৈয়দ সোহেল রানা বলেন, আমার ইটভাটার ৪টি দেয়াল ভাঙ্গা হলেও একই অপরাধে ন্যাশনাল ব্রিকসের ২টি ছোট দেয়াল ভাঙ্গা হয়েছে। জরিমানাও করা হয়েছে মাত্র ২লক্ষ টাকা। এটা কেমন বিচার?
ন্যাশনাল ব্রিকস ইটভাটার মালিক নূরুল ইসলাম জানান, তাকে জরিমানা কেন? কম ধরা হলো, জানতে চাই তিনি বলেন, আমাকে প্রশাসন আগেই ডেকে ছিল। আমি আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে এসেছি। আমার পূর্বের তারিখ উত্তীর্ণের কাগজপত্র দেখিয়েছি। তাই তিনি দয়া করে আমাকে কম জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, তিনটি অবৈধ ইট ভাটাকে ১০লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এসব ইট ভাটা আবার চালু করলে পরবর্তীতে ইট ভাটা গুলোর চিমনী ভেঙে দেয়া হবে।