ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, যুব ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং ফেনী জেলা ক্রীড়া সংস্হার সহযোগিতায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অ-১৫) সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মেছবাউল হায়দার চৌধুরী সোহেল।
ফেনী জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হারুন অর রশিদ কাজল এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্হার সদস্য তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল-২৪ এর ফেনী জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া সংস্হার সদস্য মহিনুর জাহান লাবনী, জাহাঙ্গীর আলম, মনজিলা মিমি, ফুটবল এসোসিয়েশনের সদস্য গিয়াস উদ্দিন হেলাল, আবুল কালাম পাটোয়ারী সহ জেলা ক্রীড়া সংস্হার অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগন। এ ছাড়া ও মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবল খেলোয়াররা উপস্থিত ছিলেন।
জানা যায়, ফেনীতে মাসব্যাপী ফূটবল প্রশিক্ষণে জেলার ২৮ জন ফুটবলার অংশগ্রহণ করে। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী ২৮ জন থেকে সেরা ৫ জন খেলোয়ারকে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। সবশেষে অতিথিগন প্রশিক্ষণার্থী খেলোয়ারদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।