রংপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুর পার্কের মোড় এলাকায় সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি মোটরসাইকেলে দুজন কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পার্কের মোড় এলাকায় স্পিড ব্রেকারের কাছে পৌছালে কুড়িগ্রাম মুখী একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক ও পিছনে থাকা ব্যাক্তি রাস্তার উপর ছিটকে পড়লে পিছনে থাকা ব্যাক্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং মোটরসাইকেল চালক কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে করো নাম বা পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।