ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর সহদেবপুর মারকাযুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা ময়দানে শনিবার (১০ফেব্রুয়ারি) রাতে ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান ওয়ায়েজীন ছিলেন সাবেক পুলিশ অফিসার (নওমুসলিম থেকে মুসলিম) মাওলানা আবদুর রহমান জামী সাহেব, ঠাকুরগাঁও।
আরো ওয়াজ করেন হযরত মাওলানা ক্বারী মুজিবুর রহমান হাকিমী, নরসিংদী, ঢাকা, হযরত মাওলানা আব্দুর রহমান জামী, মুহতামিম, জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম ফেনী। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আফসার আপন, পৌরসভার ৩নং ওয়ার্ড কমিশনার কহিনুর আলম রানা ও ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর সহদেবপুরের সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান কবির। এ ছাড়াও মাহফিলে ফেনী পৌরসভা সহ জেলার ধর্মপ্রাণ মুসুল্লীরা গভীর রাত পর্যন্ত বিশিষ্ট আলেমগনের বয়ান শোনেন।