কুমিল্লা ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে দিনব্যাপী আন্তঃবোর্ড সুধিরাম এবং ময়নামতি অঞ্চলের এ্যাথলেটিক্সে ফেনী জয়নাল হাজারী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের সাফল্য দেখিয়ে যুগ্মভাবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে কুমিল্লা রানারআপ হওয়ার গৌরব এনে দেয়।
জানা যায়, জয়নাল হাজারী কলেজের শিক্ষার্থী শাহরিয়ার ২০০মিটার দৌড়ে ১ম,৮০০মি ২য়,১৫০০ মিটার ১ম এবং রিলে দৌড়ে ২য় স্থান অর্জন করে।
ছাত্রীদের মধ্যে সাথী ১০০ মিটার দৌড়ে ৩য়,৪০০মিটারে ২য় এবং ৮০০মিটার ১ম স্থান অর্জন করে। মিতা চাকমা ২০০মিটার ৩য় দীর্ঘ লাফে ১ম এবং উচ্চ লাফে তৃতীয় হয় কলি ২০০ মিটার দৌড়ে ৩য় স্থান অর্জন করে। জয়নাল হাজারী কলেজেের ছাত্র শাহরিয়ারের একক নৈপুণ্যে সম্মেলিত ভাবে কুমিল্লা অঞ্চলে কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান , প্রফেসর ড. মোঃ নিজাম করিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব , প্রফেসর নুর মোহাম্মদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন ও ফেনী জয়নাল হাজারী কলেজের ক্রীড়া শিক্ষক দীপক চন্দ্র নাথ।
কলেজের শিক্ষার্থীদের কুমিল্লা অঞ্চলে অভাবনীয় সাফল্যে জয়নাল হাজারী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু শুসেন চন্দ্র শীল তার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি এ কলেজের সাথে যুক্ত থাকার কারনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটা শুধু কলেজের জন্য নয় এটা সারা ফেনী বাসীর জন্য আনন্দের সংবাদ।শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধূলা ও এ্যাথলেটিক্সে আরো ভালো করার জন্য আমার পক্ষ থেকে যা যা দরকার সব রকমের সাপোর্ট আমি দিবো। তার সাথে সাথে কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমি সব ধরনের ব্যবস্হা গ্রহণ করবো।