শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে সাজিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬৫) ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের আবুল কালাম দুই ছেলে সন্তানের পিতা। এক ছেলে ঢাকায় চাকরি করে। আর এক ছেলে বাড়িতে থাকতো। ঘাতক ছেলে সজিব অনেকদিন থেকে মাথায় মানসিক সমস্যায় ভুগছিলো। আজ সকালে হঠাৎ তার বাবার ওপর আক্রমণ করে। এবং এতে তার বাবা আহত হলে পরে মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, আমরা ঘাতক ছেলেকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।