মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
Title :
পঞ্চগড়ে সংবাদ সম্মেলন,২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, ৩ হাজার আসামী মুক্ত ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় ও আলোচনা সভা কথিত সাংবাদিক ফয়েজকে গ্রেপ্তারের দাবিতে গাংনীতে শ্রমিকদের মানববন্ধন উত্তরায় বিমান দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ উত্তোলন উত্তরায় বিমান দুর্ঘটনা-পাইলটসহ ১৯ নিহত, আহত ১৬৪: আইএসপিআর গণগ্রেফতার নয়, গোপালগঞ্জে প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল পূজার জোড়া গোলে শ্রীলঙ্কাকে আবারও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র টিটু

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ Time View
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন সদ্য সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১০ থেকে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করা হয়।

এসময় সদ্য সাবেক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর হাতে টেবিল ঘড়ি প্রতীক তুলে দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক পাওয়ার পর সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে টাউনহল প্রাঙ্গণ।

প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টেবিল ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী মো: ইকরামুল হক টিটু বলেন, ভোটারদের প্রতি আমার আহবান

থাকবে, দীর্ঘদিন তাদের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি, আগামীদিনে অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিবেন।

অপরদিকে মেয়র পদে অন্য চার প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন- জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কী টজু হাতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin