মেহেরপুরের গাংনীতে মোঃ জামাল (৪৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১২ একটি দল। শুক্রবার গভীর রাতে গাংনীর হিজলবাড়িয়া হাওয়া ব্রিক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৩ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৯৫ গ্রাম গাঁজা। জামাল গাংনী উপজেলার মাইলমারী গ্রামের মাহাতাব আলীর ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
একই সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জামালের সহযোগি মাইলমারী গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে মহিবুল ইসলাম ও হিজলবাড়িয়া গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর। আটক ও পলাতকদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, আটক জামাল ও তার দুই সহযোগি সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম অভিযান চালায়। এসময় জামাল আটক হলেও পালিয়ে যায় তার দুই সহযোগি। এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/১৪(গ)/৪১ ধারায় গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৮ তাং-২৪-০২-২৪ ইং।