ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, যে ইটভাটা গুলো অবৈধ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রাথমিকভাবে ৫০০টি ইটভাটা সম্পূর্ন ভাবে বন্ধ করে দিব। শুধু বন্ধ না সেগুলো যেন আগামীতে আর চালু হতে না পারে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। পরে তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মাৎ শওকত আরা কলি, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ ও বন বিভাগের ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক সহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, ইট তৈরীতে সনাতন পদ্ধতি থেকে সরে এসে ব্লক পদ্ধতিতে যেতে হবে। ব্লকে সুবিধা রয়েছে এখানে মাটি ব্যবহার হয় না, বায়ু দূষন হয় না। ফলে যত দ্রুত ব্লকে যেতে পারি ততই আমাদের মঙ্গল। সারাদেশে একটি ডিজিটাল ম্যাপিং করছি। কোন জায়গায় জলাধার, নদী ও খাল রয়েছে, সে বেস লাইন করার পর মনিটরিং ভালোভাবে করতে পারবো। কি পরিমান বর্জ্য প্রতিনিয়ত আসে এ বর্জ্য রাখার পৌরসভার সক্ষমতা কি। এ ধরনের জায়গায় চিহ্নিত করে জমি অধিগ্রহন করে রাখতে চাই। ভবিষ্যতে রিসাইক্লিনিংয়ে সুবিধা থাকে। আমরা সমাধানের দিকে যেতে চাই। পরিকল্পনা নিয়ে এগুলো সমাধান হবে।