"শবে বরাত" বা সৌভাগ্য রজনী হিসেবে পালন করে থাকেন অথবা "লাইলাতুল বরাত" হিসেবে পরিচিত, ধর্মীয় মুসলমানরা মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় এই রজনী পালন করে থাকেন।
পবিত্র "শবে বরাত "উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় প্রত্যেক পাড়ায় পাড়ায়,মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, ওয়াজ দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলওয়াত সহ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়েছে। এছাড়া ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় সারারাত নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির ওয়াজ ও মিলাদ মাহফিল সহ এবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করছেন।
এছাড়া গলাচিপায় কাজী অফিস পুরাতন পাকা জামে মসজিদে মুসলিম উম্মাহ জন্য মহান আল্লাহ তায়ালার কাছে গুনাহ মাপের পাশাপাশি রহমত,সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।