ফেনী শহরের কলেজ রোডস্হ ফেনী অত্যাধুনিক সিটি গার্ডেন মার্কেটের তৃতীয় তলায় বাংলার মেয়ে কসমেটিক্স শোরুমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলার মেয়ে কসমেটিক্সের শোরুমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম রানা, বাংলাদেশ টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিজভী।
এসময় মার্কেট কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।