ফেনীতে আট দিনব্যাপী একুশে বইমেলা বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে শেষ হয়েছে। প্রতি বছর বই মেলার আয়োজনের জন্য কবি, সাহিত্যিক, লেখক, পাঠক, প্রকাশকগণ অনুরোধ করেন।
মেলার সমাপনি দিনে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফতাব উদ্দিন, ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম, মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক আবু তাহের। অনুষ্ঠানে ভাষা শহীদ আবদুস সালামের পরিবারের সদস্যগণ, কবি-সাহিত্যিক সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সালাম পরিবার, লেখক, পাঠক ও দর্শকগণ জানান, একুশে বই মেলায় আমন্ত্রন করায় আমরা আনন্দিত। লেখক পাঠকদের আন্দোলনে অনেক দিন পর ফেনীতে বই মেলা হয়েছে। প্রতি বছর বই মেলাটি যেন আরও বড় পরিসরে আয়োজন করা হয়। বই মেলার মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটবে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়জী জানান, ফেনী জেলার মধ্যে এত বই পাঠক রয়েছে, তা জানতাম না। এবারের বই মেলায় প্রায় ১০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। এবছর ছোট আকারে বই মেলা হলেও আগামীতে বড় আকারে বই মেলার আয়োজন করা হবে।
ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন , এবারের মেলার আয়োজন সফল হয়েছে। ফেনীতে প্রতিবছর আরও বড় পরিসরে বই মেলা হবে। দেশের ইতিহাস, সমাজ ও সাংস্কৃতি সব কিছু বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে। বইয়ের বিকল্প আমি কিছু দেখি না। আধুনিক যুগে মোবাইল ও ইবুকে পড়লেও পুস্তকের বিকল্প নাই। তাই আমি বই মেলার পক্ষে। বই মেলার মাধ্যমে প্রকাশক, কবি, সাহিত্যিক, লেখক পাঠক সবাইকে একত্রিত করে তাদের মিলন মেলা করতে পারি।
উল্লেখ্য, ফেনী পৌরসভার আয়োজনে ২২ ফেব্রুয়ারি শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেলার উদ্বোধন করা হয়। ৮দিন চলার পর ২৯ ফেব্রুয়ারি রাতে মেলার সমাপ্তি হয়।