শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে শনিবার (২মার্চ) দুপুরে ফেনী শহরের হাজী ফজল মাস্টার লেনে অবস্থিত ফেনীর প্রথম ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যায়ের নিজস্ব অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে আরো কিছু উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। এসময় অভিভাবকদের বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার উত্তর দেয়া হয়। এসময় স্কুল কতৃপক্ষ উপযুক্ত পরামর্শ সমূহ বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফারুক আহমাদ, সহ-সভাপতি মুহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক জাফর উল্যাহ ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকগন ।