শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও কবি সংঘের সভাপতি, বিশিষ্ট কবি, সাংবাদিক এবং কলামিস্ট তালাত মাহমুদ মারা গেছেন। রোববার (৩ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী-ছেলে-মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর প্রথম নামাজে জানাযা আগামীকাল সোমবার বেলা ১১টায় তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা নিজ গ্রামে বাদ যোহর অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
সূত্র জানায়, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর শেরপুর শহরের বাসায় অসুস্থ বোধ করে মেঝেতে পরে যান তালাত মাহমুদ। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে জানা গেছে। আগে থেকেই তিনি ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপে ভোগছিলেন।
তিনি কবি সংঘ বাংলাদেশের সভাপতি, ঢাকা রিপোর্টের সহযোগী সম্পাদক, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
সাংবাদিক তালাত মাহমুদের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাব, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম, মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, রক্তসৈনিক বাংলাদেশ, আজকের তারণ্য, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, উন্মোচন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।