ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কস্হ সমবায় সুপার মার্কেট কমপ্লেক্স-৩ এর আইটি ব্যবসায়ীদের ক্রিকেট টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার (৪মার্চ) রাতে মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা আইটি ব্যবসায়ীদের আয়োজনে ক্রিকেট টূর্ণামেন্টে ফেনী জেলার আইটি ব্যবসায়ীদের আটটি ক্রিকেট দল টূর্নামেন্টে অংশগ্রহণ করে ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সমবায় মার্কেটের সাবেক সভাপতি ও চ্যানেল-২৪ এর ফেনী জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন।
সমবায় মার্কেটের সভাপতি নাহিদুল আলম নয়নের সভাপতিত্বে পিসি ওয়াল্ডের স্বত্বাধিকারী আবু তালেব রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছায়েদুল হক, ফেনী জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, গ্লোবাল ব্যান্ডের ম্যানেজার নাজিম উদ্দিন আহমেদ হারুন,স্মার্ট টেকনোলজির ম্যানেজার মোঃ আবদুল্লা আল নোমান ও এক্সেল টেকনোলজির ম্যানেজার মোঃ রিয়াজ উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে খেলায় অংশগ্রহণকারী দল গুলোর কোচ, ম্যানেজার, খেলোয়ার সহ মার্কেট কমিটির অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
সবশেষে অতিথিগন আইটি ব্যবসায়ীদের ক্রিকেট টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল আইটি পার্ক ও রানার্স আপ দল গ্লোবাল ব্যান্ড প্রাঃ লিঃ দলের কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলের হাতে ক্রেস্ট তুলে দেন।