ফের সচল হয়েছে ফেসবুক, মেসেঞ্জার। বিশ্বব্যাপী ডাউন হওয়ার কিছু সময় পরে ফিরে এসেছে ফেসবুক, মেসেঞ্জার। ফলে ব্যবহারকারীরা এখন সহজেই এতে প্রবেশ করতে পারছেন। দেশের প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলেছেন, এটা ফেসবুকের বড় ধরনের বিপর্যয়। যদিও দ্রুতই কাটিয়ে উঠতে পেরেছে বিশ্বখ্যাত এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এর আগে, কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে পড়েন। ফেসবুকের মেসেঞ্জার, স্মার্টফোন ও ট্যাব অ্যাপ এবং ওয়েবসাইটে এই সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের।
ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা থেকে শুরু করে মাত্র ৩০ মিনিটে ৪৪ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুকে লগইন করা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।
বাংলাদেশে রাত সাড়ে দশটার দিকে অনেকে ফেসবুকে লগইন করতে পেরেছেন। তবে অনেকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়ছিলেন।
তখন মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্স-এ লিখেছিলেন, আমাদের সেবা পেতে মানুষ সমস্যায় পড়ছেন, আমরা এই বিষয়ে অবগত। আমরা তা সমাধানে কাজ করছি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, আর্জেন্টিনা, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিভ্রাট দেখা দেয়।
মেটাসহ অ্যাপল, গুগল ও টেক জায়ান্টদের বুধবারের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল মার্কেটস আইন মেনে চলার সময়সীমা শেষের আগে ফেসবুক, ইনস্টাগ্রামে এই বিভ্রাট হলো। ডিজিটাল অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। আইন অনুসারে, কোম্পানিগুলো তাদের পণ্য যেভাবে ব্যবহারকারীদের সামনে হাজির করে সেই ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। যাতে করে ক্ষুদ্র প্রতিযোগীরা কোম্পানিগুলোর ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।
ফেসবুক ডাউন বিষয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, ‘এটি ফেসবুকের বৈশ্বিক সমস্যা। শুধু বাংলাদেশে এমনটা ঘটেনি, বিশ্বব্যাপী ঘটেছে। এটি বড় ধরনের বিপর্যয়।