মেহেরপুরের গাংনীতে ৬ কেজি গাঁজাসহ মিনারুল ইসলাম( ৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ধলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিনারুল ইসলাম ধলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে ডিবির একটি দল রামকৃঞ্চপুর ধলা গ্রামে অবস্থান নেন।
এসময় মিনারুল ইসলাম সিমান্ত এলাকা থেকে পাকা সড়ক হয়ে গাংনী পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পুলিশ তাকে আটক করে শরীর তল্লাসি করলে ৬কেজি গাজা পাওয়া যায়। তাকে আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ৬ কেজি গাজাসহ মিনারুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করে থানা হস্তান্তর করছে। তার নামে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।