নানা আয়োজনের মধ্যদিয়ে ফেনীতে ডেন্টিস্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৬ মার্চ) ডাঃ সাজ্জাদ হোসেন মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএমএ'র সভাপতি ডাঃ শাহেদুল ইসলাম কাউসার।
ডাঃ মশিউর রহমানের সভাপতিত্বে ও ডাঃ জুম্মাতুল হুসনে আরা দিশার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনীর সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, ডাঃ মোঃ আকতার হোসেন জনসেন। আলোচনা সভায় জেলার বিএমএ'র অন্যান্য নেতৃবৃন্দ, ডেন্টাল ডাক্তার ও আমন্ত্রিত অতিথি গন উপস্থিত ছিলেন।