ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত অবস্থায় বিজয় এক্সপ্রেস ট্রেনের পেছনের দুই বগির হুক ছিঁড়ে বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪ টা ৪৫ মিনিটের সময় গৌরীপুর রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনায় ঘটে। তবে, চট্টগ্রাম ময়মনসিংহ লাইনে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিক বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর বাস স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই পেছনের দুটি বগির হুক ছিঁড়ে আলাদা হয়ে যায়। তবে মেরামতের কাজ চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে।