মেহেরপুরের মুজিবনগরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আলিফ হােসেন (১৭) নামে এক কিশোর আহত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২ টার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর-যাদুখালী রাস্তায় কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলিফ জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আলামিন হােসেনের ছেলে।
জানা গেছে, কিশোর আলিফ যাদুখালী মাঠে কৃষি জমিতে মাটি কােপানাের কাজ করছিল। কাজের এক পর্যায়ে তার কোদালের কোপে মাটিতে পুঁতে রাখা ১টি বােমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমা বিস্ফোরণে আলিফ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । এসময় মাঠের কৃষকরা আলিফকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।
মুজিবনগর থানার ওসি উজ্জল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহতের খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বােমাটি ওইখানে কে বা কারা রেখেছিল তা তদন্ত চলছে ।