অস্বচ্ছল পরিবারের মোস্ত। ইনফেকশনজনিত কারনে মোস্তর জীবন আজ হুমকির মুখে। মোস্ত ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় ৭নং রামপুর ইউনিয়নের নাগডোড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
মোস্ত ইসলামবাগে তোফায়েল প্লাস্টিক ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায়, মেশিনের ম্যালফ্যাংশনের কারনে দুর্ঘটনার স্বীকার হয়। ফ্যাক্টরী কতৃর্পক্ষ চিকিৎসার জন্য কিছু টাকা ব্যয় করলেও সেটা চিকিৎসার জন্য যতেষ্ট নয়।
সম্প্রতি হাতে ইনফেকশনজনিত কারনে ছেলেটির জীবন হুমকির মুখে পড়েছে। মোস্তর পরিবারের আর্থিক অবস্থা সচ্চল না হওয়ায় তার চিকিৎসার খরচ চালাতে পারছে না। তাই মোস্তর পরিবার সকলের নিকট সহযোগিতা চেয়েছেন। সকলে মিলে এগিয়ে আসলে বেঁচে যেতে পারে একটি তাঁজা প্রাণ।
মোস্তকে সহযোগিতা করতে নগদ: ০১৬২৮৯৫৪২৬৮ (পার্সোনাল), বিকাশ: ০১৬২৮৯৫৪২৬৮ (পার্সোনাল)।