দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো শ্লোগানে সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপাতে “জাতীয় দুর্যোগ প্রস্ততি” দিবস পালিত হয়েছে। গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১০ মার্চ) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালসহ বিভিন্ন সরকারি,বেসরকারি সংগঠনের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন যে এপ্রিল, মে,জুন মাসে বাংলাদেশের জন্য ভয়াবহ সময় কারণ এই সময়ে ঘূর্ণিঝড় আঘাতের কারণে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এর প্রধান কারণ হলো অসচেতনতা, এর জন্য বক্তারা মনে করেন যে এই দুর্যোগ প্রস্তুতির এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং এতে করে ভবিষ্যতে জানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন।