কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) প্রতিষ্ঠার শুরু থেকে স্বল্প আয়, সুবিধাবঞ্চিত ও অলাভজন মানুষকে নিয়ে কাজ করছে এ ধারাবাহিকতা মঙ্গলবার (১২ মার্চ) পটুয়াখালির গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা বিষয় কর্মশালার আয়োজন করা হয়।
ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিপিপি টিম লিডার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ইউপি সদস্য সাজেদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম বলেন, সিআইএস কতৃক আয়োজিত দুইদিন দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালায় মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ ও বিশেষ করে সিপিপি ভলেন্টিয়ারদের অনেক উপকৃত হয়েছে, যা আগে তাদের ধারণা ছিল না।
তিনি বলেন, দুর্যোগ পরবর্তীতে সময় মানুষের জরুরীস্বাস্থ্য সেবা সম্পর্কে অজানার কারণে অনেক মানুষের প্রাণ হারায় এতে করে সিআইএস প্রশিক্ষণের মাধ্যমে আমি ব্যক্তিগত ও আমাদের গ্রামের সাধারণ মানুষের অনেক উপকৃত হবে বলে আশা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) গলাচিপা অফিসের সকল কর্মকর্তা ও কর্মবৃন্দ সহ এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।