ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী জাহিদ হাসান (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের দক্ষিণ পুখুরিয়া নামক স্থানে ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ।
নিহত জাহিদ হাসান উপজেলার যশরা ইউনিয়নের খোঁদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। এবং আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরিক্ষার্থী।
নিহত জাহিদ হাসানের চাচাতো বোন ইয়াছমিন আক্তার বলেন, আমরা একই কলেজে পড়ি। এইচএসসির টেষ্ট পরীক্ষা দিয়ে জাহিদ কলেজ থেকে বেলা ১২ টার দিকে বের হয়। এদিকে কলেজের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গফরগাঁও -ভালুকা সড়কে হাটুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলে মারা যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।