"স্মার্ট বাংলাদেশ গড়ি-ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি"। এই শ্লোগানে শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এসময় বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ শামছুল আরেফীন, চ্যানেল২৪ এর ফেনী জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী চেম্বার অফ কমার্সের পরিচালক মোঃ আবুল কাশেম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, হোটেল মালিক, শ্রমিক ও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।