মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির নাম আসাদুল শেখ। আসাদুল সদর উপজেলা আমঝুপি গ্রামের জোয়দ্দার পাড়ার আচাল শেখের ছেলে।
আসাদুল একজন সবজি ব্যবসায়ী বলে জানা গেছে। সোমবার বিকালের দিকে লাশ শনাক্তের পর তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এর আগে সকালে সিমেন্ট বোঝায় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সদর উপজেলার চাঁদবিল গ্রামের হাসান আলী এবং আসাদুল শেখের মৃত্যু হয়। ওই সময় হাসান আলীকে শনাক্ত করা গেলেও আসাদুলের চেহারা বিবর্ণ হয়ে যাওয়ায় তাকে শনাক্ত করতে পারেননি।
পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাকে সনাক্ত করা হয়। বিকেলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হযয়েছে। রাতে আসাদুল শেখের জানাজা ও দাফন করার কথা রয়েছে।