মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের অয়ন ফিলিং স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাদবিল গ্রামের লিটন আলীর ছেলে হাসান আলী (২০)। তবে হাসানের লাশ শনাক্ত করা গেলেও অপর ব্যক্তির মাথায় উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ায় তার লাশ বিবর্ণ হয়ে গেছে।এজন্য তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-উ ১২-৩২৫৮ নম্বরের ট্রাকটিসহ ড্রাইভার বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বাবুল মাগুড়া জেলার শালিকা থানার রাইজেদাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, ফ্রেস সিমেন্ট বোঝাই ট্রাকটি মেহেরপুরের উদ্দেশ্যে আসছিলো এবং সাইকেল চালক দুইজনও মেহেরপুরের দিকে আসছিলো। এসময় সন্ধানী স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনের কাছে পৌছালে ট্রাকটি পিছন থেকে দুই সাইকেল চালককে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি একজনের মাথা ও অন্যজনের শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্য হয়। পরে আমরা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে খবর দিই।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, দুইজন বাইসাইকেল আরোহী ও সিমেন্টবাহী ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে। বাইসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন। আমরা ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছি। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল নিহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।