শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১৪ এপ্রিল) রাতে সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে তার স্ত্রী জুই খাতুন (২১) ও শ্যালক জীবন আলী। নিহত হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন মোড়ভাঙ্গা গ্রামের গোলজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা হেলাল শশুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে রাতে নিজের বাড়ি ফেরার পথে শুকুরকান্দি ব্রীজের সামনে বিপরিত দিক থেকে আসা পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মোটরসাইকেলে থাকা স্ত্রী জুই খাতুন ও শ্যালক জীবন আলী আহত হওয়ায় তাদের বামন্দিতে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। যেহেতু নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় তার পরিবারের লোকজন কোন অভিযোগ করেনি। এবং পুলিশ যাওয়ার আগেই মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নিয়ে চলে গেছে।