“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণি সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ সারাদেশে এক যুগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাণীসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠান বাস্তবায়ন করে। উপজেলা চত্তরে প্রাণি সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৪০টি স্টল স্থাপন করা হয়। পরে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত করে ১২জন উদ্যোক্তাকে চেক ও অংশগ্রহণকারী সবাইকে সনদ বিতরণ করা হয়েছে।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, কালিয়াকৈর থানার ওসি অপারেশন জুবায়ের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারী, ঔষধ কোম্পানির লোকজন।