পঞ্চগড়ের উপজেলা পরিষদের নির্বাচনে ৫ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ৫ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
চেয়ারম্যান পদে ৩ জন হলেন পঞ্চগড় সদর উপজেলার এডভোকেট নুরুল হুদা, বিএনপির আবু দাউদ প্রধান, আটোয়ারী উপজেলার মোঃ শাহজাহান।
ভাইস চেয়ারম্যান পদে ২ জন হলেন আটোয়ারী উপজেলার সায়মন আক্তার, তেতুঁলিয়া উপজেলার ইউনুফ আলী।
জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল হক জানান, প্রত্যাহারকারীরা তাদের নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিবো। ইতিমধ্যে আমরা তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন পত্রটি নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হবে।
পঞ্চগড়ের ৩ উপজেলার মধ্যে পঞ্চগড় সদর উপজেলার মোট ভোটার ২ লক্ষ ২৬ হাজার ২৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৪ হাজার ২৪২ জন, মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৫৪ জন। ১০ টি ইউনিয়নের ৭৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।
আটোয়ারী উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৭৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫৬ হাজার ২৬০ জন, মহিলা ভোটার রয়েছে ৫৫ হাজার ৫০২ জন। ৬ টি ইউনিয়নের ৪১ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন করা হবে।
তেতুঁলিয়া উপজেলার মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫২ হাজার ৩৬৭ জন, মহিলা ভোটার রয়েছে ৫২ হাজার ৪৪৭ জন। ৭ টি ইউনিয়নের ৩৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।