মেহেরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর ও গাফফার নামের দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
মঙ্গলবার (২৩ এপ্রিল) পৃথক সময়ে গাংনী উপজেলার তেরাইল ও সদর উপজেলার কামদেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর একই উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং গাফফার সদর উপজেলার কামদেবপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাংনী উপজেলার তেরাইল পশ্চিমপাড়া কবরস্থানের কাছে অভিযান পরিচালনা করে। এসময় ৫০ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীরকে আটক করে।
অপরদিকে রাত পৌনে ৯টার দিকে এসআই মহসিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কামদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ গাফফারকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।