পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম মাস ব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট, পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার আব্দুল কাউয়ুম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এনটিভি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি জনকণ্ঠ ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এ রহমান মুকুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।