পঞ্চগড়ের দেবীগঞ্জে তা’মীরুল মাদরাসায় হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এ হজ্জ যাত্রীদের প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।
দেবীগঞ্জ উপজেলা হাজী কল্যান সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও লক্ষিরহাট দাখিল মাদরাসার সুপার আ ন ম খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল হাজীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্য প্রদান করেন হজ্জ করে আসা বিভিন্ন হাজীগন। তারা হজ্জের সময়কার বিভিন্ন অনুভূতি ব্যক্ত করেন। নতুন করে হজ্জ করতে যাওয়া ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তারা আরও বলেন, অত্র মাদরাসাটি এলাকার মধ্যে অনেক সুনাম অর্জন করেছে। মাদরাসায় যে সিলেবাসের মাধ্যমে পড়াশোনা করানো হয়ে থাকে তা থেকে ছাত্র ছাত্রীরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবে। মাদরাসায় বর্তমানে বালক বালিকা পৃথক দুটি শাখায় পাঠদান করানো হচ্ছে। এ মাদরাসার সার্বিক উন্নয়নে সকল আমন্ত্রিত মেহমানরা মাদরাসার সহযোগিতার আশ্বাস দেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সফলতা কামনা করেন।