মেহেরপুরের গাংনীর কুঞ্জনগর গ্রামে শিরিনা খাতুন (২৫) নামের এক স্বামী পরিত্যক্তা নারী আত্মহত্যা করেছে। বুধবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে শিরিনার পরিবারের লোকজন শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সে ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শিরিনার পারিবারিক সুত্রে জানা যায়, সে ছিল কিঞ্চিৎ মানসিক ভারসাম্যহীন। দিন পাঁচেক আগে সে তার স্বামীকে তালাক দিয়ে বিধবা মায়ের কাছে চলে আসে। গত মঙ্গলবার দুপুরে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শিরিনা তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজনের কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে শিরিনার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।