স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফেনী জেলা ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) দুপুরে ফেনী সরকারি কলেজ চত্বর থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে সমাবেশ করে।
পদযাত্রা ও মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাভেদ। ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর করিম জাভেদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি নোমান হাবীব, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার।
এ ছাড়াও উক্ত পদযাত্রা ও সমাবেশে জেলা ছাত্র লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।