বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
দেবীগঞ্জে গলায় রশি দিয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা পঞ্চগড়ে চাঞ্চল্যকর ও ক্লুলেস নারী ধর্ষণসহ হত্যাকান্ডের আসামী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যার ঘটনায় গ্রেফতার-৩, অস্ত্র উদ্ধার দেবীগঞ্জে বিদ্যালয়ের সভাপতিকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ ধর্ষকের শাস্তির দাবিতে মেহেরপুরে ছাত্র-জনতার মানবন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রী দুর্ভোগ গ্রাম পুলিশদের আমরা আপন ও নিজের মনে করি- এসপি মিজানুর পঞ্চগড়ে আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি বন্ধে মানববন্ধন-ছাত্রদের ওপর হামলার অভিযোগ

বর্তমানে ডাক বাক্স যেন এক সুদূর অতীত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২২৭ Time View
বর্তমানে ডাক বাক্স যেন এক সুদূর অতীত
বর্তমানে ডাক বাক্স যেন এক সুদূর অতীত

বর্তমনে ডাক বাক্স যেন এক সুদুর অতীত। এক সময়ের ডাক বাক্সের কদর আর আগের মত নেই। তবে এখনও দেশের কিছু কিছু জায়গায় দেখা মেলে ডাক বাক্সের। মুজিবনগর উপজেলা প্রধান ফটকের পাশে দেখা মেলে একটি ডাক বাক্সের। তাতে লেখা আছে ‘চিঠির বাক্স, খোলার সময়-সকাল-১০:৩০’।

দেখলেই যেন মনে হয় দাঁড়িয়ে আছে চিঠির অপেক্ষায়। কিন্তু সময় বয়ে গেলেও চিঠিও আসে না আর বাক্সটিও খোলা হয় না। বর্তমানে ডাক বাক্সে চিঠি ফেলে দিয়ে কবে তার প্রিয়জন সেই চিঠি পাবেন এই অপেক্ষা এখন আর কেউ করেন না।

যেসব চিঠিতে প্রিয় মানুষের শব্দে-শব্দে অনুভূতি আর ভালোবাসা গাঁথা ছিল। কিন্তু সে যুগ এখন কেবল স্মৃতিতেই কোনো মতে টিকে আছে। মোবাইল ফোন, ইন্টারনেট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেইলের যুগে মানুষের চিঠি লেখার সময় কই, ইচ্ছেটুকুও কি আছে!

গত শতকের পঞ্চাশের দশকে ডাকপিয়ন পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে চিঠি নিয়ে আসতেন। প্রিয়জনের একটি চিঠির জন্য তখন সবাই তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকত। কুরিয়ার সার্ভিসের যুগে এসেও মানুষ চিঠি দিতে ভুলে যায়নি, যদিও ডাকপিয়নের সাইকেলের টুংটাং আওয়াজ আর শোনা যায় না।

এখন স্ত্রী স্বামীর কাছে, মা তার সন্তানদের কাছে কিংবা কোন তরুন তরুনী তার প্রিয় জনের কাছে চিঠি লিখে ডাক বাক্সে দিয়ে আসেন না। বর্তমান সময়ের মানুষরা তার প্রিয়জনের কাছে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সারেন। মোবাইল ফোন কিংবা ইন্টারনেটের মাধ্যমে প্রিয়জনের কাছে দ্রুত ভাব বিনিময় করা যায় সত্য কিন্তু প্রকৃত অর্থে লিখুনির মাধ্যমে তার আবেগতাড়িত ভালবাসার কথা তাতে তেমনভাবে ফুটে উঠে না। প্রিয়জনের কাছ হাতে পাওয়া সেই চিঠির জন্য অপেক্ষা কি যে মধুর তখনকার প্রিয়জনরাই তা অনুভব করতেন।

কথা হয় এ প্রবীন ব্যক্তি কামরুল হাসানের সাথে, তিনি জানান, সময় পাল্টে গেছে, আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে ডাকবিভাগগুলো, আমাদের মানসিকতাও পাল্টে গেছে। সময় নষ্ট করে আর কেউ যেমন চিঠি লেখেন না, তেমনি চিঠি অনেক দেরি করে প্রিয়জনের হাতে পৌঁছে যাক এটাও কেউ চায় না। কালের বিবর্তনে এভাবেই হারিয়ে যাচ্ছে প্রিয়জনের কাছে হাতে লেখা চিঠি আর জৌলুস ছড়ানো ডাক বাক্সের কদর। এখন ডাক বাক্সে সরকারি চিঠিপত্র ছাড়া আর কোন চিঠিই পাওয়া যায় না।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin