কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ মে) বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিলাদহ কুঠিবাড়ি সংলগ্ন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের আলোচনা সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও কুঠিবাড়ি প্রাঙ্গন জুড়ে বসেছে গ্রামীণ মেলা। তবে যতই দিন যাচ্ছে ততই যেন এই মেলার জৌলুস হারাতে বসেছে।
যেখানে লক্ষ মানুষের সমাগম ঘটতো সেখানে এখন কয়েক শত রবীন্দ্র ভক্তের বিচরণ। দোকান পাটের সংখ্যা তুলনামূলক খুবই কম, নেই দর্শনার্থীদের ভিড়। মেলাটিকে আরো জমকালো করার দাবি জানিয়েছেন ঘুরতে আসা দর্শনার্থী ও স্থানীয়রা।