পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশীকে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে পঞ্চগড় জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ।
বিচার বিভাগীয় তদন্ত করে এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত। আমরা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত থেকে একথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ভোটাধিকার ও গণতন্ত্র পুন প্রতিষ্ঠান জন্য বৃহত্তর একটি স্বার্থ নিয়ে আন্দোলন করছে। বর্তমান ডামী সরকারের অধিনে যারা দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করছে তারা দল ও নির্বাচনে জয় দুটোই হারাবে। এই ডামী সরকারের অধীনে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, উপজেলা পরিষদের নির্বাচনের ভোট বর্জন নিয়ে আমরা অনেক ক্যাম্পেইন করেছি। সেই সাথে বিএনপির যারা প্রার্থী হয়েছিলেন বা হচ্ছেন তাদের আমরা নিষেধ করে প্রত্যাহার করিয়েছি। গত ১৫ এপ্রিল আমরা বাসায় বিএনপি নেতাদের নিয়ে একটি সভা করি। সেখানকার একটি বক্তব্যর কিছু অংশ সুপার এডিট করে প্রচার করা হয়েছে। যার সূত্র ধরে কিছু গণমাধ্যেমে সংবাদ প্রচারিত হয়েছিল। আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ উপস্থিত ছিলেন।