পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ব্যারিস্টার ফুটবল একাডেমী বনাম কাশফিয়া ফুটবল একাডেমীর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য কুদরত-ই-খুদা মিলন এ খেলার আয়োজন করে। চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের দল কাশফিয়া ফুটবল একাডেমীর আয়োজনে তেতুঁলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়!
প্রীতি ম্যাচে ১-০ গোলে জয়ী হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী! খেলার ৭০ মিনিটের মধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর পক্ষে দল প্রধান ও হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গোল করেন। তার দেয়া গোলেই ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি জয়ী হন।
শুক্রবার বিকেলে কয়েক হাজার দর্শকের উপস্থিততে মাঠে বসে খেলা উপভোগ করেন পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, সৈয়দপুরের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি তেতুঁলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী।