গত ৮মে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার বিপুল ভোটে জয়ী হয়ে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার পর থেকে হারুন মজুমদারের আনন্দপুরের নিজ বাড়ীতে দলীয় নেতাকর্মী হতে শুরু করে উপজেলার সাধারণ মানুষ সকাল থেকে রাত অবধি দলে দলে ফুল নিয়ে এসে তাদের উপজেলার নতুন অভিভাবক হারুন মজুমদারকে শুভেচ্ছা জানাচ্ছে।
দলীয় নেতাকর্মী ও ফুলগাজী এলাকাবাসী প্রতিবেদককে জানায়, তাদের উপজেলার নতুন অভিভাবকের কাছে দাবী একটি সুন্দর, সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা চায় তারা।
ফুলগাজী উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার বলেন, আমি আমার ফুলগাজী বাসীর প্রত্যেক দাবীকে সম্মান জানিয়ে আমি বাস্তবায়নের জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহন করবো। এমনকি ফুলগাজী উপজেলাকে সুন্দর, আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো। এজন্য আমি দলমত নির্বিশেষে ফুলগাজী উপজেলার সবার সহযোগিতাও কামনা করছি।