কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর উদ্যোগে পটুয়াখালীর গলাচিপায় জুনিয়র হাইস্কুলের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ও মাঠ প্রাঙ্গণে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি রিলিফ বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার কামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর জুনিয়র হাই স্কুলের জন্য এমন প্রশিক্ষন কর্মশালার মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীরা তারা দুর্যোগ মোকাবেলায় আরো সাহসী হবে বলে মনে করেন।
বিশেষ অতিথি ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড ইনচার্জ কামাল হোসেন বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চলের কারণে প্রায় প্রতি বছরে কম বেশি বন্য, ঘুর্ণিঝড়,সাইক্লোন মত দুর্যোগ আঘাত হানে। ফলে অনেক জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এর প্রধান কারণ হলো অসচেতনা। আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে এখান থেকে আপনারা যা কিছু শিক্ষা অর্জন করলেন আপনাদের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে কাজে লাগবে এবং দুর্যোগের সময় সাবধানতা অবলম্বন করতে পারবেন। ফলে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন।
পরবর্তীতে স্কুল মাঠ প্রাঙ্গনে দুর্যোগ বিষয়ক একটি মোহড়ার আয়োজন করা হয়। এসময় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর গলাচিপা সকল কমকর্তা,সাংবাদিক সহ ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা উপস্থিত ছিলেন।