পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আনারস মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শালডাংগা ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জজ প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেন, চলতি নির্বাচনে আপনারা সৎ, যোগ্য, অভিজ্ঞতা দেখে ভোট দিবেন। আপনারা জানেন, অশিক্ষিত, মূর্খ লোক যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে দেবীগঞ্জ উপজেলা বাসী মারা যাবেন। দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন দেবীডুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে হায়দার প্রধান, পঞ্চগড় জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান হেলাল শাহ, পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সুন্দরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শাহীন, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগড় আলী, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র রায়, টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ সান্ডাল, পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন প্রধান, দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল কুমার শর্মা, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য হারুন অর রশীদ,