ফুলগাজী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদারকে ফেনী পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ মে) বিকেলে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর অফিসে পৌরসভার কাউন্সিলররা সহ ফুলগাজী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন মজুমদারের ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় মেয়রের সাথে আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কহিনুর আলম রানা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহাব উদ্দিন , ৫নং ওয়ার্ড কাউন্সির জয়নাল আবেদীন হাজারী, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিম , ১০নং ওয়ার্ড কাউন্সিলর সাইফূর রহমান সাইফু ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার।
গত (৮ মে) ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনে হারুন মজুমদার চেয়ারম্যান নির্বাচিত হন।